
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: দেশের স্বর্ণবাজারে নতুন দামে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দামের নতুন সীমা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ৮০৯ টাকা। এই নতুন মূল্য বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিউর সোনার দাম কমেছে। তা বিবেচনায় নিয়ে তারা নতুন দর ঘোষণা করেছে। নতুন দর অনুযায়ী অন্যান্য ক্যারেটভিত্তিক সোনার মূল্যগুলো হলো, ২১ ক্যারেট প্রতি ভরি ১ লক্ষ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লক্ষ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৬২৮ টাকা।
বাজুস এও জানিয়েছে, স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলক হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।
এর আগে ২৭ অক্টোবর একই সংস্থা স্বর্ণের দামে সমন্বয় করেছিল, তবে সেই তুলনায় আজকের হ্রাস বড়। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কমে যাওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ সরবরাহ ও চাহিদার ভারসাম্য বদলানোর কারণে এ হ্রাস সম্ভব হয়েছে।




























