আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম প্রতি ভরিতে বেড়ে দুই লাখ ২৭ হাজার টাকার সীমা অতিক্রম করেছে, যা বাংলাদেশের স্বর্ণবাজারের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামী রবিবার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা। এক দফায় সর্বোচ্চ ভরিপ্রতি ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম লাগাতার বাড়তে থাকায় দেশীয় বাজারেও এর সরাসরি প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামেও সমন্বয় এসেছে। নতুন হিসাবে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা।
দাম বৃদ্ধির ফলে স্বর্ণালংকার কেনাবেচায় ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ব্যবসায়ীদের মতে, বৈশ্বিক বাজারের বাস্তবতা বিবেচনায় রেখে দাম সমন্বয় করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না।