আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। সোমবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয়ভাবে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই নতুন সমন্বয় আনা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী।
২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ১,৯৫,৩৮৪ টাকা
২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ১,৮৬,৪৯৬ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ১,৫৯,৮৫৫ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি: ১,৩২,৭২৫ টাকা
সংগঠনটি আরও জানায়, নির্ধারিত দামের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।
এর আগে, গত ২৭ সেপ্টেম্বর বাজুস দাম সমন্বয় করে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা নির্ধারণ করেছিল। তবে মাত্র দুদিনের ব্যবধানে আবারও স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হলো।