আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের ইতিহাসে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম।
রোববার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
নতুন দর
নতুন দর অনুযায়ী...
২২ ক্যারেট এক ভরি স্বর্ণ : ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা
২১ ক্যারেট এক ভরি স্বর্ণ : ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা
১৮ ক্যারেট এক ভরি স্বর্ণ : ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ : ১ লাখ ২৩ হাজার ৬৭ টাকা
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ভ্যাট ও মজুরি
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কিছুটা বেশি হতে পারে।
আগের দাম
এর আগে ৩ সেপ্টেম্বর বাজুস ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করেছিল। যা কার্যকর হয়েছিল ৪ সেপ্টেম্বর থেকে।
চলতি বছরের রেকর্ড
এ নিয়ে ২০২৫ সালে মোট ৫০ বার স্বর্ণের দাম সমন্বয় হলো। এর মধ্যে ৩৪ বার দাম বেড়েছে, আর ১৬ বার কমেছে। আর ২০২৪ সালে পুরো বছরে ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল—যেখানে ৩৫ বার বেড়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—
২২ ক্যারেট এক ভরি রুপা : ২ হাজার ৮১১ টাকা
২১ ক্যারেট এক ভরি রুপা : ২ হাজার ৬৮৩ টাকা
১৮ ক্যারেট এক ভরি রুপা : ২ হাজার ২৯৮ টাকা
সনাতন পদ্ধতির এক ভরি রুপা : ১ হাজার ৭২৬ টাকা