আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে নিঃশেষ করা যায় না। বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও গভীর ও বিস্তৃত করে তোলে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ ওসমান হাদি আজীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিজস্ব সংস্কৃতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, যারা হাদির বিরোধিতা করেছে, তারা মূলত বাংলাদেশের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। কারণ হাদি অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, এই দেশ ও জাতির দায়িত্ব আমাদের সবার। দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে। কোনো ষড়যন্ত্রকারীকে আর দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না।
জামায়াত আমির বলেন, হাদি সারাজীবন ন্যায়বিচারের পক্ষে কথা বলেছেন এবং এমনকি শত্রুর প্রতিও অন্যায় না করার শিক্ষা দিয়েছেন। এই নৈতিক অবস্থানই তাকে মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে দিয়েছে।
তিনি বলেন, বিপ্লবীদের হত্যা করে চেতনাকে দমিয়ে রাখা যায় না, বরং তা আরও বিস্তৃত হয়। হাদির জানাজায় মানুষের বিপুল উপস্থিতিই প্রমাণ করে, তার আদর্শ শুধু দেশে নয়, দেশের বাইরেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত সরকারের পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। অন্যথায় দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন জামায়াত আমির।