আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা ছোট্ট গ্রাম ভাবেরমুড়ায় রয়েছে এক বিস্ময়কর নলকূপ। প্রায় দুই যুগ আগে পাক দরবার শরিফের পাশে বসানো এ নলকূপে কারো চাপ ছাড়াই অবিরাম পানি ঝরছে বছরের পর বছর। স্থানীয়দের চোখে এটি নিছক কূপ নয়, বরং আল্লাহর এক বিশেষ রহমত।
প্রবীণ শফিকুর রহমান বলেন, “জীবনে অসংখ্য নলকূপ দেখেছি, কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি। পানি থামেই না।” শুধু ভাবেরমুড়া নয়, আশপাশের গ্রাম ও ভারতের ত্রিপুরা থেকেও মানুষ এই পানির জন্য ছুটে আসছে। কেউ পান করছে, কেউ ওজুর কাজে ব্যবহার করছে, আবার কেউ রোগ সারাতে এই পানিকে আশীর্বাদী মনে করছে।
খরা মৌসুমেও এ পানির ধারাবাহিক প্রবাহ স্থানীয় কৃষকদের জমি সেচ দিতে সাহায্য করছে। ফলে অন্য এলাকার তুলনায় এখানে ফলন ভালো হয়। কৃষক মিজানুর রহমান বলেন, “আমাদের জমি খরায়ও সবুজ থাকে, কারণ এই নলকূপের পানি ফসলকে বাঁচিয়ে রাখে।”
দরবার শরিফের খাদেম মাওলানা কাজী দিদারুল হক জানান, অনেকেই দাবি করেন এই পানি দিয়ে রোগ ভালো হয়েছে। তাঁর ভাষায়, “এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত।”
যদিও এর পেছনে এখনো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, তবু স্থানীয়দের বিশ্বাস, রহস্যময় এ পানির ধারাই পুরো অঞ্চলের জন্য বরকত বয়ে আনছে।