আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র উদ্ধার করেছে। নরসিংদী সদর থানার একটি বিলে পানির মধ্যে লুকানো অবস্থায় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড গুলি পাওয়া গেছে।
এই অভিযানকালে মো. ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বাবা ও মা-ও গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের সূত্র জানিয়েছে, ফয়সাল করিমের শ্যালক ওয়াহিদ আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর ওই বিলে অভিযান পরিচালনা করা হয়। ওয়াহিদ আহমেদের বাড়ি ফয়সাল করিমের শ্বশুরবাড়ির পাশেই অবস্থিত। এর আগে রোববার ফয়সাল করিমের স্ত্রী পারভীন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরদিন তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পূর্বে মঙ্গলবার রাতেই র্যাব জানায়, রাজধানীর আগারগাঁওয়ের কর্নেল গলির ফয়সাল করিমের বোনের বাসা এবং পাশের খালি স্থানে ২টি ম্যাগাজিন, ১১টি গুলি ও ১টি চাকু উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার দিন বেলা ১১টার দিকে ফয়সাল ও সহযোগী আলমগীর মোটরসাইকেলে বাসা থেকে বের হন। পরে বিকেল ৪টার দিকে ফয়সাল, আলমগীর ও ফয়সালের মা ও ভাগিনা দুই ভবনের ফাঁকা জায়গা থেকে কিছু বের করতে দেখা গেছে। বিকেল ৪টা ২০ মিনিটে তারা সিএনজিচালিত অটোরিকশায় চলে যান।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে হাদিকে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির একজন তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। হাদির মাথায় গুরুতর আঘাত লাগে। র্যাবের অনুসন্ধানে ফয়সাল করিমকে প্রধান শুটার এবং আলমগীর হোসেনকে মোটরসাইকেল চালক হিসেবে শনাক্ত করা হয়েছে।
এই ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালকসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।