
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত হামলাকারীদের শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শুক্রবার গভীর রাতে গণমাধ্যমকে জানান, হামলায় জড়িতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও সম্ভাব্য স্থানে অভিযান চালাচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ হামলাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা বা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানোর আহ্বান জানানো হয়।
পুলিশ আরও জানায়, সুষ্ঠু নির্বাচন ও নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরের দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় প্রচারণাকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।



























