
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়িত মিশন, এমন তথ্য উঠে এসেছে গোয়েন্দা তদন্তে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিদেশ থেকে ফিরে মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ একটি শুটার টিম গঠন করে পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডটি সংঘটিত করে।
গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের আগে হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির কৌশল গ্রহণ করা হয়। ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে পরিচয়ের সূত্র ধরে ফয়সাল ধীরে ধীরে হাদির আস্থাভাজন হয়ে ওঠে। হত্যার মাত্র সাত দিন আগে শুরু হয় পরিকল্পনার বাস্তব প্রস্তুতি।
তদন্তে জানা যায়, গত ৪ ডিসেম্বর রাতে বাংলামোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির সঙ্গে প্রথম বৈঠক করেন ফয়সাল। ওই বৈঠকে তিনি হাদির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এটিই ছিল সম্পর্ক গড়ে তোলার প্রাথমিক ধাপ। কয়েকদিন পর আবার সেখানে গিয়ে নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা করেন তিনি এবং হাদির প্রচারণা টিমে যুক্ত হন।
১০ ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেন ফয়সাল। এরপরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন তিনি। নরসিংদী, সাভার ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘুরে সম্ভাব্য রুট ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হামলার আগের দিন তিনি পশ্চিম আগারগাঁওয়ে বোনের বাসায় অবস্থান নেন।
হামলার দিন ভোরে ফয়সাল হেমায়েতপুরের একটি রিসোর্টে যান। সেখানে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, তিনি সেখানে হত্যাকাণ্ডের বিষয়ে আগাম আলোচনা করেন এবং ঘটনার পর সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখার কথা বলেন।
দুপুরে হাদির নির্বাচনী প্রচারণা অনুসরণ করতে করতে মতিঝিল এলাকায় পৌঁছান ফয়সাল ও তার সহযোগীরা। নামাজ শেষে হাদি রওনা দিলে পিছু নেয় শুটার দল। শেষ পর্যন্ত পল্টনের বক্স কালভার্ট সড়কে খুব কাছ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
গোয়েন্দারা জানায়, হত্যার পরপরই মূল অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে যায় এবং পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত গোপন করা হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।




























