
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে র্যাব জানায়, হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের সূত্র ধরে মালিককে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তির হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনের নেপথ্য ও সম্ভাব্য সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। ঘটনার পর থেকে ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।



























