
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের মতে, তার মাথায় একটি জটিল ও জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হলেও সিঙ্গাপুরের হাসপাতালে সেই পর্যাপ্ত ব্যবস্থা নেই।
সোমবার সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর সাময়িকভাবে অবস্থার কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার দুপুরের পর থেকে আবার অবনতি ঘটে।
সূত্র জানায়, উন্নত অস্ত্রোপচারের জন্য যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে দীর্ঘ ভ্রমণের জন্য হাদির শারীরিক সক্ষমতা আছে কি না, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের অনুমতি এখনো প্রয়োজন।
এদিকে সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। হাদির পরিবার তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করেছে।




























