
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুলমাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, একসময় একজন ওসমান হাদি ছিল, আজ সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতিটি মানুষই হাদি হয়ে উঠেছে। তিনি বলেন, হাদি যে আদর্শ ও স্বপ্ন নিয়ে সংগ্রামে নেমেছিলেন, তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, রাস্তাঘাট ও কর্মক্ষেত্রে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। নারী ও পুরুষ সম্মানের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে একসঙ্গে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মায়েদের সম্মান নিয়ে কোনো আপস করা হবে না। এ বিষয়ে কেউ সীমা অতিক্রম করলে তা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে সরকারি করের পাশাপাশি এক ধরনের ‘বেসরকারি কর’ বা চাঁদাবাজি চালু রয়েছে, যা দরিদ্র মানুষের কাছ থেকেও আদায় করা হয়। এই চাঁদাবাজি বন্ধ করার অঙ্গীকার করে তিনি বলেন, ট্যাক্সের নামে কোনো অবৈধ আদায় আর চলতে দেওয়া হবে না।
তিনি বলেন, মানুষ এবার দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। দেশ থেকে ভোটচুরি, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। যারা নিজেদের দলকে এসব অপকর্ম থেকে মুক্ত রাখতে পারে না, তারা দেশকে সুন্দর ভবিষ্যৎ দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, জনগণ আর ভোট ডাকাতি কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না। নতুন নামে বা নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান ঘটলে তার পরিণতিও ভয়াবহ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।




























