আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে দাবি করেছেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে ফয়সালের জামিন দেওয়ার প্রক্রিয়ায় রহস্য লুকিয়ে আছে।
জুমা বলেন, ওসমান হাদিকে হত্যা করার জন্যই ফয়সালকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। এই জামিনের পেছনে কে তদবির করেছিল, কোন বিচারক রায় দিয়েছেন, কোন আইনজীবী জামিন করিয়েছে, এবং ফয়সাল কীভাবে ইনকিলাব মঞ্চে এসেছিল, এসব প্রশ্নের উত্তর জানা দরকার।
তিনি আরও উল্লেখ করেন, কবির নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে যখন প্রথমবার হামলার চেষ্টা করছিল, তখন ফয়সালও সেখানে উপস্থিত ছিল। এটি নির্দেশ করে যে, ফয়সাল ছাড়া তার কাছেও গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তবে মামলার অগ্রগতি কেন নেই এবং নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, এই বিষয়গুলো প্রকাশ্যে আসা উচিত।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে আহত করা হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।
১৯ ডিসেম্বর দেশে তার মরদেহ আনা হয় এবং ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে দাফন করা হয়।
জুমা বিশ্বাস করেন, এই ঘটনার সঙ্গে জড়িত অনেক তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকরা যদি বিস্তারিত তদন্তের তথ্য প্রকাশ করেন, তবে অনেক প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব।