আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ছাত্রদলের এক নেতা। সংগঠনটির নেতা হামিম এক বক্তব্যে বলেন, “হাদী মারা গেলে পুরো দেশ কেঁদেছে, আর শেখ হাসিনা মরলে দোকানের মিষ্টি শেষ হয়ে যাবে।”
সম্প্রতি এক রাজনৈতিক আলোচনা ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা এ মন্তব্যকে অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে আখ্যা দিয়েছেন।
ছাত্রদল নেতা হামিমের দাবি, তিনি শহীদ ওসমান হাদির জনপ্রিয়তা ও জনসমর্থনের বিষয়টি তুলে ধরতে গিয়েই এ কথা বলেছেন। তবে তার বক্তব্যের ভাষা ও তুলনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ছাত্রদল বা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং সহিংস ভাষার সংস্কৃতিকে উসকে দেয়।
উল্লেখ্য, সম্প্রতি শহীদ ওসমান হাদির জানাজা ও দাফনে লাখো মানুষের উপস্থিতি দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠনের পক্ষ থেকে নানা মন্তব্য সামনে আসছে।