আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ কয়েকটি প্রতিবেশী দেশকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, কোনো দেশ যদি তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তা করে, তাহলে সেই দেশগুলোকেও পাল্টা হামলার আওতায় আনা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা আরও বেড়েছে। গত দুই সপ্তাহের আন্দোলনে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি জনগণকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেন।
ট্রাম্প সতর্ক করে জানান, বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালানো ব্যক্তিদের ‘চড়া মূল্য’ দিতে হবে এবং যুক্তরাষ্ট্রের সহায়তা শিগগিরই আসছে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত থাকবে।
এদিকে ইরানে সরকারবিরোধী আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ দাবি করেছে, এ পর্যন্ত এই বিক্ষোভে অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। পাশাপাশি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির খবরও সামনে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এরফান সোলতানি নামে ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারীকে দ্রুত বিচার শেষে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, ভিন্নমত দমন ও ভয়ভীতি সৃষ্টি করতে ইরানি কর্তৃপক্ষ আবারও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটতে পারে।