আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে মহারাজা যশবন্তরাও হাসপাতালে ইঁদুরের কামড়ে সদ্যোজাত এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ইঁদুর ঘোরাফেরা করছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
মৃত শিশুটির বয়স ছিল মাত্র সাত দিন। ভেন্টিলেটরে থাকা অবস্থায় তাকে ইঁদুর কামড়েছে বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুটি জন্মগত জটিলতা ও সেপটিসেমিয়ায় আক্রান্ত ছিল, ইঁদুরের কামড়ে সামান্য ক্ষত হলেও মৃত্যুর কারণ সেটি নয়।
ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পেস্ট কন্ট্রোল সংস্থাকে এক লাখ রুপি জরিমানা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশন বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী সাত দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।