
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এর ইনভেস্টিগেটিভ ইউনিট গোপনে রেকর্ড করা ফোনালাপ ও নথি ফাঁস করে দাবি করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন।
‘হাসিনা–জুলাইয়ের ৩৬ দিন’ শিরোনামের প্রামাণ্যচিত্রে দাবি করা হয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও নিরাপত্তা বাহিনীর গোপন পরিকল্পনার মাধ্যমে ঢাকার বিক্ষোভে গুলি, হেলিকপ্টার থেকে আক্রমণ এবং ইন্টারনেট বন্ধ করে গণহত্যার চিত্র বিশ্ব থেকে লুকানোর চেষ্টা হয়।
ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা তৎকালীন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, “আমার নির্দেশনা দেওয়া হয়েছে, এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে।” আরেক রেকর্ডিংয়ে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের কথাও উঠে এসেছে।
তদন্তে বলা হয়, তিন সপ্তাহে প্রায় ১৫০০ বিক্ষোভকারী নিহত, ২৫ হাজার আহত এবং নিরাপত্তা বাহিনী প্রায় ৩০ লাখ রাউন্ড গুলি ছুড়েছিল।
এছাড়া, নিহত ছাত্র আবু সাইয়েদের হত্যার ময়নাতদন্ত রিপোর্ট ৫ বার বদলে গুলির প্রমাণ মুছে ফেলার চেষ্টা ও পরিবারের উপর ভয়ভীতি প্রদর্শনের বিষয়টিও প্রামাণ্যচিত্রে উঠে এসেছে।
তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, শেখ হাসিনা কখনও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং গোপন রেকর্ডিংগুলো ভুয়া।
এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে আল জাজিরার সংবাদকে ভুয়া দাবি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা আওয়ামী লীগকে বিনোদন লীগ বলে হাস্যরসে মেতেছে! কেউ কেউ বলছে, গত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতাই ছিল না, ক্ষমতায় না থাকলে মানুষ মারবে কি করে? আল জাজিরার দাবি ভুয়া!!
সূত্র: আল জাজিরা





























