আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) ঘোষণা করেছে, ইসরাইলের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া সব অর্থ গাজার মানবিক ত্রাণ কার্যক্রমে দান করা হবে।
আগামী ১১ অক্টোবর অসলোতে উলেভাল স্টেডিয়ামে গ্রুপ আই-এর ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ইসরাইল। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ আগস্ট থেকে।
এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস এক বিবৃতিতে বলেন, গাজার মানুষের দীর্ঘদিন ধরে চলা মানবিক কষ্ট এবং বেসামরিক জনগণের ওপর হামলার প্রতি তারা উদাসীন থাকতে পারেন না। তাই এই ম্যাচের আয় একটি মানবিক সংস্থাকে দেওয়া হবে, যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচানোর কাজ করছে এবং জরুরি সহায়তা দিচ্ছে।
ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকেও নিন্দা জানায় এবং নিশ্চিত করে যে এই অর্থ কোনো সন্ত্রাসী সংগঠন বা অন্য উদ্দেশ্যে ব্যবহার না হয়।
ম্যাচকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে এনএফএফ। নিরাপত্তাজনিত কারণে ২৬ হাজার আসনের স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩ হাজার কমানো হতে পারে বলেও জানানো হয়েছে।
গত বছর অক্টোবর থেকে নিজেদের মাঠে কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি ইসরাইল। নরওয়ের বিপক্ষে গত মার্চে তারা হাঙ্গেরিতে নিজেদের ‘হোম’ ম্যাচ খেলেছিল, যেখানে ৪-২ গোলে জয় পায় নরওয়ে। বর্তমানে পাঁচ দলের গ্রুপে নরওয়ে শীর্ষে আছে, ইসরাইল ও ইতালি তাদের পেছনে অবস্থান করছে।