আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ. আল মামুনের হিজাব-সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ইসলামি পোশাক ও কোরআন শরিফ নিয়ে ক্লাস নিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নিয়মিত সময়সূচি অনুযায়ী তিনি এই কার্যক্রম চালান।
প্রতিবাদ প্রসঙ্গে ড. মনিরুজ্জামান বলেন, “প্রত্যেকে তার ধর্ম অনুযায়ী পোশাক ও অনুশীলন নির্ধারণ করার স্বাধীনতা রাখে। আমি এক মুসলমান হিসেবে ইসলামি নিয়ম ও আনুষঙ্গিক পোশাক নিয়ে ক্লাসে এসেছি।”
তিনি আরও উল্লেখ করেন, “শিক্ষক সমাজের বিবেক বিবেচিত হয়। সেই বিবেকের সম্মান আজ আমরা রক্ষার চেষ্টা করছি। এমনকি বিশ্ব কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক এমন অবস্থা চালিয়ে যেতে পারবেন না।”
তবে বিষয়টি আরো স্পষ্ট করেছে, “আমি ওই মন্তব্যকারী শিক্ষকের নীতি-আচরণের বিরোধিতা করছি। আমার অবস্থান স্পষ্ট, ভিত্তি হলো সমতা ও ধর্মীয় স্বাধীনতা।”
এই ঘটনার পূর্বে, ফেসবুকে এক পোস্টে হিজাব পরা রাবির হল-সংসদের নারীদের শপথ গ্রহণের ছবিটি নিয়ে বিতর্কিত মন্তব্য করে ছিলেন অধ্যাপক আ. আল মামুন। সেই পোস্টের পর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার অধ্যাপক মামুন ক্ষমা প্রার্থনা করে আরেকটি পোস্ট দেন।