
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি হিজাব পরা শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনায় সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে হবে।
গত ২৪ আগস্ট ষষ্ঠ শ্রেণির শেষ পিরিয়ডে ইংরেজি ক্লাসে ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের বের করে দেন বলে অভিযোগ পাওয়া যায়। অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, ওই সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। অভিযোগ অনুযায়ী, শিক্ষক বলেন—“মাদরাসার শিক্ষার্থীর মতো কেন হিজাব পরে এসেছ?”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফজিলাতুন নাহার জানান, স্কুলে নির্দিষ্ট পোশাকবিধি রয়েছে। কেউ পর্দা করতে চাইলে সাদা স্কার্ফ ব্যবহার করতে হবে। কিন্তু অনেকেই নিয়ম ভঙ্গ করে অন্যভাবে ওড়না পরে এসেছিল, তাই তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়।
cgt




























