আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় লিটন দাসের দল। শুরু থেকেই তাসকিন-তানজিমদের দাপটে চাপে পড়ে সফরকারীরা।
৪৬ রানে ৫ উইকেট হারানোর পরও ওপেনার ফখর জামানই ছিলেন পাকিস্তানের আশা। প্রথম ওভারে মাত্র ৪ রানে জীবন পাওয়া এই ব্যাটার ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন। তবে ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে রান আউটে কাটা পড়েন তিনি। দ্বিতীয় রানের জন্য খুশদিল শাহের সঙ্গে দৌড়াতে গিয়ে ভুল বোঝাবুঝি হলে মাঝপথেই থেমে যান ফখর। তাসকিনের থ্রো ধরে উইকেট ভাঙেন লিটন দাস।
এই রান আউটে দলীয় ৭০ রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান। এরপর ১০৩ রানেই ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
এর আগে, পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারে সাইম আইয়ুবকে ৬ রানে ফিরিয়ে দেন তাসকিন। মোহাম্মদ হারিস (৪) শেখ মেহেদীর বলে, সালমান আগা (৩) তানজিম সাকিবের বলে, হাসান নওয়াজ (০) মোস্তাফিজের বলে আউট হন। অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও রান আউটের শিকার হন।
বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং ও বোলিংয়ে শুরুতেই চোখে সর্ষেফুল দেখছে পাকিস্তান।