আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) গত বৃহস্পতিবার দুপুরে দুটি কারখানায় আগুন লেগে প্রায় ১৭ ঘণ্টা ধরে ক্ষয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের সক্রিয় প্রচেষ্টায় আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নির্বাপন এখনো সম্ভব হয়নি। ঘটনাস্থলে ইউনিটগুলো রয়েছেন এবং ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
আগুনের সূত্রপাত হয়েছিল অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদাম থেকে। উভয় কারখানা ভবন সাততলা বিশিষ্ট, যেখানে অ্যাডামস তোয়ালে ও ক্যাপ, আর জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন উৎপাদন করে। আগুন শুরুতে দুই কারখানার গুদাম থেকে ছড়িয়ে পড়ে পুরো ভবনজুড়ে, এবং রাতভর সেখানে ছোট আকারের বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
এ ঘটনায় বেপজা ও ফায়ার সার্ভিস দুই পক্ষই তদন্ত কমিটি গঠন করেছে। বেপজার পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক কমিটি দায়িত্বে আছে। উভয় কমিটি যথাক্রমে ৭ ও ১৫ দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।
সিইপিজেডে এই অগ্নিকাণ্ডে উৎপাদন কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।