আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চিলিতে অনুষ্ঠিত সেমিফাইনালে সিলভেত্তির একমাত্র গোলে কলম্বিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে মেসির উত্তরসূরিরা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ–পাল্টা আক্রমণে খেলতে থাকে। প্রথমার্ধে কলম্বিয়া বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও আর্জেন্টাইন গোলরক্ষক বার্বির দক্ষতায় তা ব্যর্থ হয়। অন্যদিকে আর্জেন্টিনার প্রেস্টিয়ান্নি ও সারকোর তৈরি করা সুযোগগুলোও শেষ মুহূর্তে পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বদলি খেলোয়াড় সিলভেত্তি নামার পর থেকেই খেলার গতি বাড়ে। ম্যাচের ৭২তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল—প্রেস্টিয়ান্নির নিখুঁত পাসে বল পেয়ে সিলভেত্তি ডানপোস্ট ঘেঁষে এক টাচে জালে পাঠান বলটি।
গোল খাওয়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া, কিন্তু মাঝমাঠে ফাউলের কারণে রেন্তেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। শেষ মুহূর্তে কয়েকটি পাল্টা আক্রমণ এলেও গোলের দেখা মেলেনি।
পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনা নিয়ন্ত্রণ ধরে রাখে এবং রক্ষণভাগের দৃঢ়তায় কলম্বিয়াকে কোনো গোলের সুযোগ দেয়নি। সিলভেত্তির জয়সূচক সেই এক গোলই তাদের নিয়ে গেছে ফাইনালের মঞ্চে, যেখানে তারা এবারও ফেভারিট হিসেবেই মাঠে নামবে।