আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চাঁদপুর: মা ইলিশের প্রজননকাল অনুসারে ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ হওয়ার ঘোষণা পাওয়ার পর চাঁদপুরের বাজারগুলোতে শেষ মুহূর্তের কেনাবেচা শীর্ষে পৌঁছেছে। পদ্মা-মেঘনা নদী থেকে মাছ পাওয়া কম হওয়ায় দাম বেড়েছে, তবু ক্রেতারা শেষ মুহূর্তে ইলিশ কিনতে ভিড় করেছেন।
শহরের বড় স্টেশন মাছঘাট এবং আশপাশের বাজারে দেখা গেছে, ২–২.৫ কেজি ওজনের পদ্মার ইলিশ প্রতি কেজি ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, বরফকল বন্ধ থাকায় দূর-দূরান্তের আত্মীয়দের কাছে এখনই ইলিশ পাঠানোই একমাত্র সুযোগ। তাই দাম যতই হোক, তারা মাছ কিনতে আগ্রহী।
স্থানীয় ক্রেতা বলেন, বড় ইলিশ পাওয়া কঠিন। ছোট সাইজের ইলিশও দাম বেশি। তাই সবাই যতটা সম্ভব আজই মাছ কিনছে।
বিক্রেতারা জানাচ্ছেন, ছোট সাইজের ইলিশ (প্রায় ২০০ গ্রাম) বিক্রি হচ্ছে ৪০০–৭০০ টাকায়, ৮০০–৯০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ২,২০০–২,৫০০ টাকায়, আর ২–২.৫ কেজির বড় ইলিশ ৩,৫০০–৪,০০০ টাকায়। প্রবীণ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল বলেন, “মৌসুমে মাছের সরবরাহ কম হওয়ায় দাম কমেনি। বড় সাইজের ইলিশের চাহিদা এখনও অনেক।
চাঁদপুর সদর জেলায় জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, “জাটকা রক্ষায় প্রশাসন কঠোরভাবে কাজ করেছে। নিষেধাজ্ঞার সময় দাম বাড়ানো নিয়ে আমাদের নজরদারি থাকবে।
বাজারে ক্রেতা-বিক্রেতার এই শেষ মুহূর্তের উত্তেজনা চাঁদপুরের ইলিশ মৌসুমকে আরও তাৎপর্যপূর্ণ করেছে।