আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে গান স্যালুট প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে একযোগে এই গান স্যালুট প্রদর্শন করা হয়।
গান স্যালুটের মধ্য দিয়ে জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এর পরপরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৯৭১ সালের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এদিকে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সশস্ত্র বাহিনী। মঙ্গলবার বেলা ১১টা থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই-পাস্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আয়োজন করা হয়েছে বিজয় দিবস উপলক্ষে বিশেষ ব্যান্ড শো।
এ ছাড়া দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার সকাল ১১টা ৪০ মিনিট থেকে জাতীয় পতাকা বহন করে স্কাইডাইভ প্রদর্শন করবেন। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং প্রদর্শনের নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে।