আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে দুই বছরের শিশু সাজিদ একটি নলকূপের জন্য খনন করা গভীর গর্তে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাতভর চেষ্টা চালালেও শিশুটির অবস্থান চিহ্নিত করতে পারেনি। ৩৫ ফুট গভীর পর্যন্ত ক্যামেরা নামানো হলেও তাকে দেখা যায়নি।
ঘটনা বুধবার দুপুরে ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে ক্যামেরা ব্যবহার করে শিশুটিকে দেখার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিকেল থেকে গর্তের পাশ দিয়ে স্কেভেটর দিয়ে খনন শুরু করা হয়। রাত ১টা পর্যন্ত প্রায় ২৫ ফুট পর্যন্ত মাটি সরানো হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ তদারকি করছেন। তিনি বলেন, “ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আশা করি, আল্লাহ শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন।”
ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, “৩৫ ফুট গভীরেও ক্যামেরায় কিছু দেখা যায়নি। শিশুটি বেঁচে আছে কি না তা নিশ্চিত নয়। তবে আমরা অক্ষতভাবে তাকে উদ্ধার করতে পাশের মাটি খনন করছি।”
স্থানীয় কৃষক কছির উদ্দিন প্রায় এক বছর আগে ৮ ফুট ব্যাসার্ধে গভীর নলকূপের জন্য গর্ত খনন করেছিলেন। এলাকায় পানির স্তর ১২০–১৩০ ফুট নিচে হওয়ায় কাজ অসম্পূর্ণ রেখে গর্তটি খোলা রাখা হয়েছিল। গর্তের মুখে খড় থাকায় তা সহজে দেখা যাচ্ছিল না।
শিশুর মা রুনা খাতুন বলেন, “আমি সামনে হাঁটছিলাম, সাজিদ পেছনে। একটু পর দেখি, সে নেই। এরপর গর্তের দিক থেকে ‘মা-মা’ ডাক শুনি।”
ঘটনার পর থেকে এলাকাবাসী রাতভর উদ্বেগ নিয়ে উদ্ধার অভিযান দেখছেন। ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে।