আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে চলমান বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের মাত্রা ঐতিহাসিক গড় ছাড়িয়ে গেছে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়, যার প্রভাবে দেশের বহু অঞ্চলে বন্যার ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়েছে। আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে।
তার বিশ্লেষণ অনুযায়ী, পদ্মা নদী ও এর শাখা–উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই খুলনা বিভাগের বহু নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার থেকে পদ্মার শাখা নদীগুলো দিয়ে প্রবল স্রোতে পানি প্রবেশ করায় বৃহস্পতিবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বহু এলাকা ইতোমধ্যে বন্যার ঝুঁকিতে রয়েছে।
পলাশের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববারের মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অন্তত ১৫ থেকে ২০টি জেলা পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।