আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। সাত বছর ধরে নিখোঁজ স্বামীকে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে খুঁজে পেলেন এক নারী। কিন্তু ভিডিও দেখে তিনি স্তম্ভিত হয়ে যান, কারণ তার স্বামী তখন আরেক নারীর সঙ্গে বসবাস করছিলেন এবং অভিযোগ উঠেছে, তিনি গোপনে দ্বিতীয় বিয়েও করেছেন।
জানা গেছে, হারদোই জেলার মুরারনগরের শীলু নামের এক নারীর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় জিতেন্দ্র কুমার ওরফে বাবলুর। পরের বছর তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়। কিন্তু ২০১৮ সালের এপ্রিলে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান বাবলু। এরপর পরিবার বহু চেষ্টা করেও তার খোঁজ পায়নি। এমনকি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।
সম্প্রতি শীলু ইনস্টাগ্রামে একটি রিল দেখতে গিয়ে হঠাৎ দেখতে পান, সেখানে তার স্বামী জিতেন্দ্র আরেক নারীর সঙ্গে বসবাস করছেন। ভিডিও দেখেই তিনি হতবাক হয়ে যান এবং দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে হারদোই পুলিশ তদন্ত শুরু করে। অনুসন্ধানে প্রমাণ মেলে, জিতেন্দ্র গত কয়েক বছর ধরে লুধিয়ানায় বসবাস করছেন এবং সেখানে দ্বিতীয় বিয়ে করেছেন। পরে পুলিশ তাকে আটক করে।
হারদোই সার্কেল অফিসার সন্তোষ কুমার সিং গণমাধ্যমকে জানান, ভারতীয় ন্যায় সংহিতা’র ৮২(১) ধারায় (বহুবিবাহ) জিতেন্দ্রের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যেই তার স্ত্রী শীলুর জবানবন্দি নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম