আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৮ দশমিক ৭। এ ঘটনায় রাশিয়া, হাওয়াই এবং আলাস্কার উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
ঘটনাটি ঘটে বুধবার (৩০ জুলাই) ভোররাতে। কম্পনের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে। গভীরতা কম হওয়ায় কম্পনের তীব্রতা ছিল প্রবল।
ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই ও আলাস্কায় বড় ধরনের ঢেউয়ের আশঙ্কা করে সতর্কতা জারি করে। একই সঙ্গে জাপানও সম্ভাব্য ১ মিটার উচ্চ ঢেউয়ের ব্যাপারে সতর্ক করে দেয়।
রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ জানিয়েছেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে আমাদের অঞ্চলে দেখা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। যদিও এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য নেই, তবুও একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে সখালিন অঞ্চলের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো জানিয়েছেন, সুনামির আশঙ্কায় উপদ্বীপের দক্ষিণাঞ্চলের কিছু শহর থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্পের পর অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন রাতের আঁধারেই রাস্তায় নেমে আসে।
উল্লেখ্য, মাত্র ১০ দিন আগেও (২০ জুলাই) রাশিয়ার একই অঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্প হয় এবং সেখানে ৩২ মিনিটের ব্যবধানে তিনটি কম্পন অনুভূত হয়েছিল। তখনও সুনামির সতর্কতা জারি করা হয়।
বিশেষজ্ঞদের মতে, ওই উপকূলীয় অঞ্চলটি বর্তমানে একটি ভূতাত্ত্বিক চাপের মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে আরও বড় কম্পনের আশঙ্কা অমূলক নয়।