আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিতর্কিত পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে—ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে।
সোমবার (১২ মে) সকালে শেয়ার করা একটি ফটোকার্ডে লেখা ছিল, “বর্তমানে শুধু মিছিল-সমাবেশ নয়, ফেসবুক-ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললেও তাকে গ্রেফতার করা যাবে।” আরও বলা হয়, “নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে।”
ফটোকার্ডে বিদেশে অবস্থানকারী আওয়ামী লীগ সমর্থকদের নিয়েও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য বা পোস্ট করলেই তাঁদের বিরুদ্ধেও মামলা করা হবে।
পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকে বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই বিষয়টির ওপর নজর দিচ্ছে বলে জানা গেছে।
যদিও এখনো এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গণতান্ত্রিক ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
বিশ্লেষকরা আরও আশঙ্কা করছেন, এমন পোস্ট দেশের ভেতর-বাইরে আতঙ্ক তৈরি করতে পারে এবং সামাজিক বিভক্তি আরও ঘনীভূত হতে পারে।