
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে তথাকথিত ‘পাকিস্তানপন্থা’ বলে কিছু নেই — এমন স্পষ্ট মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মঙ্গলবার (১৩ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ভারতের গণমাধ্যম ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতাকে ‘পাকিস্তানপন্থী’ বলে চিহ্নিত করতে চায়। এটি মূলত ভারতীয় বর্ণনায় ভিন্নমতের কণ্ঠরোধ করার অপচেষ্টা।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই ‘পাকিস্তানপন্থী’ ট্যাগ ভারতীয় আধিপত্যবাদকে পুনরুজ্জীবিত করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আওয়ামী শাসনামলেও আমরা এমন ঘটনার নজির দেখেছি— যেখানে বিরোধীদের দমন করতে ভারতীয় রেটোরিক ব্যবহৃত হয়েছে। তাই এখন এসব রেটোরিক এড়িয়ে দেশের জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানান তিনি।
আজিজুল হক আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, সাতচল্লিশের দেশভাগ, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—এই চারটি ঘটনা বাংলাদেশের ইসলামী ও জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্তম্ভ। এগুলোর প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে ভারতীয় মুসলিমবিদ্বেষী ন্যারেটিভ তৈরি হয়েছে, যা এখনো আমাদের ইতিহাস বিকৃত করতে চায়। এসব মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি অভিযোগ করেন, ভারতপন্থী ফ্যাসিবাদী আমলে বিচারিক হত্যার শিকার হয়েছেন দেশের অনেক শীর্ষ ইসলামপন্থী। সেই নির্মম অধ্যায় আর ফিরতে দেওয়া যাবে না। বাংলাদেশে কোনো ‘পাকিস্তানপন্থা’ নেই — আছে কেবল ‘বাংলাদেশপন্থি’ রাজনৈতিক ঐতিহ্য। তাই সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশের প্রশ্নে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।