আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে পৌঁছেছেন। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর থেকে শুরু হয় তার কর্মব্যস্ত দিন।
সফরের শুরুতে তিনি এনসিটি-৫ টার্মিনালে বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। বন্দর কার্যক্রম, বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর মাল্টিমিডিয়া উপস্থাপনা হয়।
পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন, জলাবদ্ধতা সমস্যা এবং অক্সিজেন-হাটহাজারী সড়কের অগ্রগতি পরিদর্শন করেন। সেখানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জন্য ২৩ একর জমির দলিল হস্তান্তর করেন।
দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদপত্র এবং ২২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেওয়ার পাশাপাশি, ড. ইউনূসকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডি লিট ডিগ্রি প্রদান করা হয়।
সফরের শেষ পর্যায়ে তিনি নিজ পৈতৃক বাড়ি বাথুয়া গ্রাম এবং ঐতিহাসিক জোবরা গ্রাম পরিদর্শন করেন, যেখানে ক্ষুদ্রঋণ ধারণার সূত্রপাত ঘটিয়ে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।