আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে জারি থাকা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি জানান, সিরিয়ার জনগণের উন্নয়নের সুযোগ করে দিতে এ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ট্রাম্প বলেন, “বাশার আল–আসাদের সময় সিরিয়ার সরকারের অপরাধ ঠেকাতে এই নিষেধাজ্ঞাগুলো ছিল একান্ত প্রয়োজনীয়। কিন্তু এখন সময় এসেছে সিরীয় জনগণকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার। সৌদি আরব ও তুরস্কের নেতৃত্বের সঙ্গেও এ বিষয়ে আমার ইতিবাচক আলোচনা হয়েছে।”
তিনি আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহেই তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। এ ছাড়া আগামী বুধবার সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-সারার সঙ্গে ট্রাম্প নিজেও বৈঠক করবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৈঠকে আব্রাহাম চুক্তির আওতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সম্পর্ক স্থাপন নিয়েও আলোচনা হতে পারে।
ট্রাম্প বলেন, “আমি সিরীয় জনগণকে শুভকামনা জানাই। তারা যেন নিজস্ব পথে এগিয়ে যেতে পারে এবং নতুন ভবিষ্যৎ গড়তে সক্ষম হয়।”
ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “বাশার সরকারের অপরাধের প্রতিক্রিয়ায় যে নিষেধাজ্ঞাগুলো জারি হয়েছিল, তা এখন অবসান হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।”
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে অনেকেই বলছেন, বিষয়টি এখনো স্পষ্ট নয় যে এই সিদ্ধান্ত কতটা বাস্তবায়নযোগ্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কতটা কার্যকর হবে।