আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার (১৪ মে) শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাতে বলেন, “আমরা ১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছি।” তিনি আরও দাবি করেন, ভারতের সাম্প্রতিক আগ্রাসনের দ্রুত জবাব দিয়ে পাকিস্তানি সেনারা ইতিহাসে জায়গা করে নিয়েছে।
'অপারেশন বুনইয়ান-উন-মারসুস' নামের অভিযানে অংশ নেওয়া সেনাদের উৎসাহ দিতে গিয়ে তিনি বলেন, “মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতের আগ্রাসন রুখে দেওয়া হয়েছে, যা আমাদের জন্য গর্বের মুহূর্ত।” তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, “আপনার আগ্রাসী বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে দুর্বলতা নয়।
তিনি অভিযোগ করেন, “১৯৭১ সালে যারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে, তারাই আজ বেলুচ ও তালিবান বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে। এসব ষড়যন্ত্র ভারতের মাটি থেকেই পরিচালিত হচ্ছে।” পানি প্রবাহ বন্ধের হুমকির বিষয়ে বলেন, “পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান নিজ সীমারক্ষা করতে জানে।
প্রসঙ্গত: ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান পরাজিত হয়। ওই যুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষে সামরিকভাবে যুক্ত হয়। সেই যুদ্ধের স্মৃতি তুলে ধরেই পাকিস্তান এবার ভারতের বিরুদ্ধে সামরিক জবাবকে ‘প্রতিশোধ’ হিসেবে উল্লেখ করেছে।