আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ছেকাশ্মীরের পেহেলগাম ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে টানা উত্তেজনার মাঝে সাময়িক যুদ্ধবিরতি চললেও দুই দেশের বাকযুদ্ধ থেমে নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বশেষ হুমকির পর পাকিস্তানও দিয়েছে কড়া পাল্টা বার্তা।
সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি বলেন, ভারতের ওপর যদি আরেকটি সন্ত্রাসী হামলা হয়, তবে সীমান্তে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে আবারও হামলা চালাবে ভারত। তিনি আরও বলেন, “পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে ভারতকে থামানো যাবে না।”
এর পরদিনই (১৩ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “পাকিস্তানের ভূখণ্ডে যেকোনো ভবিষ্যৎ আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। আঘাত যত শক্ত, প্রতিঘাত তত কঠিন হবে।”
পাকিস্তান এই হুমকিকে “উসকানিমূলক ও অযৌক্তিক” বলে অভিহিত করে বলে, যখন আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির জন্য চেষ্টা করছে, তখন এমন বক্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও যদি আগ্রাসন ঘটে, তাহলে তা প্রতিহত করার জন্য প্রস্তুত আছে।
এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “ভারতের পাইলটদের সাহস না থাকলে রাফাল যুদ্ধবিমান দিয়েও কিছু হবে না। ভারত আধিপত্য দেখাতে চেয়েও শেষ পর্যন্ত পিছু হটেছে।” তিনি দাবি করেন, “পাকিস্তান এখন অঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারী হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকেই ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে একের পর এক কড়া অবস্থান নিচ্ছে। ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে স্বচ্ছ তদন্তের প্রস্তাব দিলেও উত্তেজনা বাড়ছেই।