
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা। আলোচনায় উপস্থিত থাকার কথা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির, যা নিশ্চিতভাবে জানা গেছে। তবে আলোচনার মূল আকর্ষণ হিসেবে বিবেচিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ মুহূর্তে এতে অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছে ক্রেমলিন।
বুধবার সন্ধ্যায় রাশিয়ার পক্ষ থেকে প্রতিনিধি দলের যে তালিকা প্রকাশ করা হয়, তাতে পুতিনের নাম অনুপস্থিত। তার পরিবর্তে আলোচনায় অংশ নেবেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পররাষ্ট্র নীতি সহায়ক ইউরি উশাকভেরও অনুপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শুরুতে আলোচনায় অংশ নেওয়ার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত তিনিও সিদ্ধান্ত পরিবর্তন করে বৈঠকে না থাকার কথা জানিয়েছেন।
শান্তি আলোচনায় পুতিনের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি আগেই বলেছিলেন, “শান্তি নিয়ে প্রকৃত আলোচনা তখনই সম্ভব, যখন রুশ প্রেসিডেন্ট পুতিন নিজে আলোচনায় অংশ নেবেন।” আজ বৃহস্পতিবার তিনি আংকারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পরই শান্তি আলোচনায় অংশ নেওয়ার কথা থাকলেও, রাশিয়ার শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে আলোচনার ফলাফল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিশ্লেষকদের মতে, পুতিন ও ট্রাম্পের এই অনুপস্থিতি শান্তি আলোচনার কার্যকারিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।