আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলনরতরা শুক্রবার জুমার নামাজের পর গণঅনশন কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে ‘জবি ঐক্য’র ব্যানারে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, “আমরা বারবার সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছি। কিন্তু আমাদের উপর হামলা চালানো হয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের নির্মমভাবে মারধর করা হয়েছে। অথচ ৩৫ ঘণ্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি। আমরা আমাদের অধিকারের জন্য রাজপথে নেমেছি, পিছু হটবো না।”
ড. রইছ উদ্দীন আরও জানান, জুমার নামাজ রাজপথেই আদায় করে এরপর গণঅনশন কর্মসূচি শুরু হবে। একইসঙ্গে সকাল ১০টা থেকে কাকরাইলে জবিয়ান সমাবেশ শুরু হবে। সাবেক ও বর্তমান সকল জবিয়ানদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গত বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে লংমার্চ নিয়ে যাওয়ার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন। তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অর্ধশতাধিক শিক্ষক ও শিক্ষার্থী আহত হন। এ ঘটনার প্রতিবাদে ১৪ মে ‘কালো দিবস’ হিসেবে পালন করেন শিক্ষকরা।
আন্দোলনকারীরা জানান, যৌক্তিক দাবির আন্দোলনে দমন-পীড়নের মাধ্যমে তাদের কণ্ঠ রোধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।