আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পুনরায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর দৃষ্টি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহায় আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, গাজা যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসত, তাহলে তিনি এটিকে ‘ফ্রিডম জোন’ হিসেবে গড়ে তুলতেন।
ট্রাম্পের ভাষায়, “গাজার সমস্যা কেউ কখনো সমাধান করতে পারেনি। আমি চাই, যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণ নিক এবং এটিকে এমন একটি এলাকা বানাক যেখানে মানুষ নিরাপদে বাস করতে পারে।”
তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, গাজার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই ‘হামাসকে মোকাবিলা’ করতে হবে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস পরিচালিত আল-আকসা ফ্লাড অভিযানকে 'মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা' হিসেবেও উল্লেখ করেন।
এদিকে একই দিন মধ্যরাতে ইসরায়েলের চালানো ১২টি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি, যাদের অধিকাংশই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার বাসিন্দা। হামলায় নারী ও শিশুরাও নিহত হয়েছে। ইসলামিক বিশ্ববিদ্যালয়, আল-শিফা হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত তিনটি স্কুল খালি করতে বলেছে ইসরায়েলি বাহিনী। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এসব এলাকায় হাজারো বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে, যাদের সরানো এখন অসম্ভব।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলার ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়ে পড়েছে এবং অধিকাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।