আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে এবার সরাসরি ‘গণহত্যা’র অভিযোগ আনলো স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ আর ইসরায়েলের সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখবে না।
এই মন্তব্য করেন তিনি বুধবার স্পেনের পার্লামেন্ট অধিবেশনে, যেখানে কাতালান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের তীব্র নিন্দা জানান এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
প্রধানমন্ত্রী সানচেজ কড়া ভাষায় বলেন, “আমি পরিষ্কার করে বলছি, আমরা একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আর কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। ইসরায়েলের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন।”
স্পেনের বামপন্থি দল ‘সুমার পার্টি’র নেতা গ্যাব্রিয়েল রাফিয়ান ও উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজের জোট সরকারের অংশ হিসেবে সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে রয়েছে বর্তমান সরকার।
সরকারি সূত্র মতে, কয়েকদিন আগেই স্পেন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেও তা প্রথমবারের মতো জনসমক্ষে আনেন প্রধানমন্ত্রী সানচেজ।
তবে সানচেজের বক্তব্যের পরদিনই স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত আনা সলোমনকে তলব করে কঠোর বার্তা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।