আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বান্দরবানের লামা উপজেলায় আলোচিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস থেকে ১ কোটি ৭২ লাখ টাকার বেশি ডাকাতির ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে ৫ জনকে। তাদের দেয়া তথ্যে পৃথক অভিযানে উদ্ধার হয়েছে ২১ লাখ ১৭ হাজার টাকা, যার একটি বড় অংশ মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ছিল।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, প্রথমে আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যমতে লামা পৌরসভার সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড় এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় আরও ২ লাখ ৬৭ হাজার টাকা। একইভাবে করিম নামের একজনের বাড়ি থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় আরও ১৮ লাখ টাকা।
পুলিশের ধারণা, এই ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন ওয়াসির আলীর ছেলে মো. করিম, যিনি দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
প্রসঙ্গত, গত ৯ মে ভোররাতে দেশীয় অস্ত্রে সজ্জিত অজ্ঞাতনামা ১৫-২০ জন ডাকাত লামার লাইনঝিরি এলাকার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে হামলা চালিয়ে কর্মীদের মারধর ও বেঁধে রেখে ১ কোটি ৭৫ লাখ টাকা লুট করে নেয়। তাদের টার্গেট ছিল আরও সাড়ে তিন কোটি টাকা, যা একটি লোহার সিন্ধুকে ছিল। তবে সেই সিন্ধুক ভাঙতে ব্যর্থ হয় তারা।