আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের যেসব কর্মী বিএনপির বিরুদ্ধে কোনো জুলুম-নির্যাতনে অংশ নেননি এবং দলের কর্মকাণ্ডে সহানুভূতিশীল থেকেছেন, তাদেরকে বিএনপির সদস্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।
শনিবার (১৭ মে) চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “চিহ্নিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সমাজে অগ্রহণযোগ্য কাউকে দলে টানার সুযোগ নেই। তবে যারা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বা নিরপেক্ষ থেকেছেন, তাদের প্রতি আমাদের দরজা খোলা।”
আমীর খসরু আরও বলেন, “বিগত ১৫ বছরে মামলা-হামলা ও দমন-পীড়নে বিএনপির নেতাকর্মীরা নিপীড়িত হয়েছেন। সেই কারণেই দলের কাঠামো দুর্বল হয়েছে। এখন সময় এসেছে সেই ভিত্তিকে নতুন করে শক্তিশালী করার।”
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “বিএনপির অভিজ্ঞতা ও প্রস্তুতির সঙ্গে পাল্লা দিতে হলে অন্য দলগুলোকে অনেক দূর যেতে হবে। কোনো ষড়যন্ত্রই দলের গতি থামাতে পারবে না।”