আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফিরছেন ইতালিপ্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। তার ক্লাব, সিরি ডি'র ওলবিয়া কালাসিও, ১০ জুনের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি ৪ জুনের প্রস্তুতি ম্যাচেও তাকে পাওয়া যাবে বলে ক্লাবটি নিশ্চিত করেছে।
ওলবিয়া কালাসিওর ফেসবুক পোস্টে ফাহমিদুলের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুভকামনা জানিয়ে বলা হয়, “বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
এর আগে ভারত সফরের প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল দলে জায়গা না পাওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সিন্ডিকেটের অভিযোগ তুলে বাফুফে ভবনের সামনে প্রতিবাদও হয়। এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মধ্যস্থতায় বিষয়টি গুরুত্ব পায় ন্যাশনাল টিমস কমিটির বৈঠকে।
ফলে এবার আগেভাগেই ফাহমিদুলকে জাতীয় দলে পেতে বাফুফে ক্লাবটির সঙ্গে যোগাযোগ করে এবং সম্মতিও পায়। এখন বাকি আছে কেবল কোচ হাভিয়ের কাবরেরার চূড়ান্ত সিদ্ধান্ত।
৩১ মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে ফাহমিদুল উপস্থিত থাকবেন। তার প্রত্যাবর্তন নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।