
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পারভেজ হোসেন ইমনের ঐতিহাসিক সেঞ্চুরি ও সাকিব-মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ধীরগতির হলেও পারভেজ ইমনের ব্যাটে ঝড় উঠে ইনিংসের মাঝপথ থেকে। মাত্র ৫৪ বলে ১০০ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। এদিন তিনি ৬টি ছক্কা হাঁকিয়ে এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েন।
তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় কোনো জুটি গড়ে ওঠেনি। তানজিদ হাসান তামিম (১০), লিটন দাস (১১), হৃদয় ও মেহেদী ব্যর্থ হলেও ইমনের একক নৈপুণ্যে বাংলাদেশ সংগ্রহ করে ৭ উইকেটে ১৯১ রান।
জবাবে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত শুরুটা দারুণ করে। প্রথম ৩ ওভারে বিনা উইকেটে তুলে ফেলে ৩৮ রান। তবে এরপরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। হাসান মাহমুদের সুনির্দিষ্ট আঘাত, মুস্তাফিজের নিখুঁত কাটার ও তানজিম সাকিবের ঘূর্ণিতে টালমাটাল হয়ে পড়ে আমিরাতের ব্যাটিং।
ওয়াসিম হামিদ (৫০) ও রাহুল চোপড়া (৩৫) এক পর্যায়ে লড়াইয়ে রাখলেও সাকিবের টানা দুটি উইকেটেই ম্যাচের গতি বদলে যায়। শেষ ৬ ওভারে আমিরাতকে চাপে ফেলে মুস্তাফিজ ও হাসান মাহমুদ। শেষ ওভারে ৩৪ রান তোলা অসম্ভব হয়ে দাঁড়ায় আমিরাতের জন্য। ৬ উইকেট হাতে রেখেও তারা থেমে যায় ১৬৪ রানে।
বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নেন ৩ উইকেট, মুস্তাফিজ, সাকিব ও শেখ মেহেদী নেন ২টি করে উইকেট। যদিও মেহেদী ও তানভীর খান কিছুটা খরুচে ছিলেন।
এই জয়ে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।