আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরা’ইল। রোববার (১৮ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরা’ইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানায়, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে দক্ষিণ কমান্ডের স্থায়ী ও রিজার্ভ সেনারা গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে এই অভিযান চালাচ্ছে।
আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, হামাসের বিরুদ্ধে সমন্বিত সামরিক অভিযানের অংশ হিসেবে এই স্থল হামলা পরিচালনা করা হচ্ছে। সংস্থাটির দাবি, গত এক সপ্তাহে ইসরা’ইলি বিমানবাহিনী গাজায় হামাসের অন্তত ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল গোপন সেল, সুড়ঙ্গপথ এবং ট্যাংকবিধ্বংসী অবস্থান। তারা দাবি করছে, অভিযানে হামাসের একাধিক সদস্য ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে এবং গাজার কিছু ‘গুরুত্বপূর্ণ অঞ্চল’ এরই মধ্যে তাদের নিয়ন্ত্রণে এসেছে।
আইডিএফ আরও জানিয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান প্রয়োজন অনুযায়ী চালিয়ে যাওয়া হবে এবং বিমানবাহিনী এ কাজে সমর্থন দিয়ে যাবে।
অন্যদিকে, গাজায় ইসরা’ইলি বিমান হামলায় গত এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০০ মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যদিও ইসরা’ইল দাবি করছে তারা কেবল হামাস সদস্যদের লক্ষ্য করছে, বাস্তবে নিহতদের বড় অংশই নিরীহ বেসামরিক নাগরিক।
শুধুমাত্র আজ রোববার গাজায় ইসরা’ইলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরা’ইলি আক্রমণের ফলে গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। এতে করে আহতদের চিকিৎসার অভাবে মৃত্যুহার আরও বেড়ে যাচ্ছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই গাজায় চলমান ইসরা’ইলি আগ্রাসনের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষক ও মানবাধিকারকর্মীদের মতে, এই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।