১৮ই জুন, ২০২৫, ২১শে জিলহজ, ১৪৪৬
সর্বশেষ
আয়াতুল্লাহ্ খামিনি কোথায় আমরা জানি, তবে এখনই আমরা তাকে হত্যা করবো না: ট্রাম্পের এমন হুমকিতে বিশ্বব্যাপী নিন্দার ঝড়
ইরান-ইসরাইল যু’দ্ধ লাগিয়ে হঠাৎ নিজের নামে অত্যাধুনিক মোবাইল বাজারে ছাড়লো ট্রাম্প! কি আছে এই মোবাইল?
ইরানে হামলার পর গাজায় বিমান হামলা চালিয়ে নারী ও শিশু সহ ৮৯ ফি’লি’স্তি’নিকে হ*ত্যা করলো অ*ভি*শ*প্ত ই’স’রাইল
ইরানের বিধ্বংসী মিসাইলের আঘাতে একটি ই’স’রাইলি বাস বিধ্বস্ত!
‘মি. ট্রাম্প, আমরা কারা জানতে কারবালার ইতিহাস পড়ুন’ মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে ইরান সেনাবাহিনীর হুঁশিয়ারি
ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ান-এরদোগান ফোনালাপ: সহায়তার জন্য প্রস্তুত তুরস্ক
মুসলিম রাষ্ট্রগুলোর অসহযোগিতায় ইরান পরাজিত হলে র’ক্ত পি’পা’সু বন্ধু ই’স’রা’ইলকে নিয়ে বাংলাদেশ দ’খলে ঝাঁপিয়ে পড়বে ভারত! “হুসাইন ইবনে নোয়াবের বিশেষ প্রতিবেদন।
আয়াতুল্লাহ্ খামেনিকে হ*ত্যার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের এ রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হবে হুমকি নেতানিয়াহুর
ইরানের সামর্থ্যকে খাটো করে দেখা ই’স’রাইল কল্পনাও করতে পারিনি যে, ইসরাইল ভূখণ্ডে ইরান এমন বিধ্বংসী হামলা চালাবেঃ মন্তব্য মার্কিন বিশেষজ্ঞের
ই’স’রাইলি হা’মলায় পরিবার’সহ নিভে গেল ইরানি কবি পারনিয়ার জীবনপ্রদীপ! পড়ুন যুদ্ধ নিয়ে লিখা তার ভাইরাল কবিতাটি
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় উপস্থাপিকার উপর ভয়াবহ হামলাঃ ভিডিও’সহ দেখুন
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু! সর্বাত্মক যুদ্ধের জন্য মুসলিম রাষ্ট্রগুলোকে ডাকছে ইরান!
ইরানি নাগরিকদের রাজধানী তেহরান ছাড়ার হুমকি নেতানিয়াহুর, আজ রাতে ইরান ভূখণ্ডে আরও ভয়াবহ হামলার ইঙ্গিত
ইরানে পর’মাণু হামলা হলে পাকিস্তানও প’রমাণু বো’মা মেরে ই’স’রাইলি ভূখণ্ড উ’ড়িয়ে দিবে ইরানকে পাকিস্তানের সাহসী বার্তা!
যুদ্ধবিরতি প্রত্যাখ্যান” পূর্ণ প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত ই’স’রা’ইল ভূখণ্ডে হামলা চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ইরানের

দুর্দান্ত টাইগার যুবাদের স্পষ্ট গোল বঞ্চিত করে ভারতকে শিরোপা উপহার দিল রেফারি! ক্রিকেট কিংবা ফুটবল, টাইগারদের বিপক্ষে ম্যাচ রেফারি খেলবেন না’ তা কী করে হয়?

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: টাইব্রেকার যেন ভাগ্যের নির্মম পরীক্ষা। যেখানে কৌশল, সাহস কিংবা দক্ষতার চেয়েও বড় হয়ে ওঠে রেফারির একেকটি বাঁশি। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে সেই নির্মমতা চোখে আঙুল দিয়ে দেখল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়ে ফিরেছে বাংলাদেশ যুব দল। তবে হারের পেছনে প্রশ্নবিদ্ধ রেফারিংয়ের ছায়া এতটাই ঘনীভূত ছিল যে, তা গোটা ম্যাচের ন্যায্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।

ম্যাচের শুরুতেই ভারতের সিঙ্গামায়ুম শামির দুর্দান্ত ফ্রি-কিক গোল হয়ে গেলে কিছুটা পিছিয়ে পড়ে টাইগার যুবারা। কিন্তু গোলাম রব্বানীর শিষ্যদের লড়াই থেমে থাকেনি। খেলায় আধিপত্য, গতির ছন্দ ও একাগ্রতায় এগিয়ে যেতে থাকে বাংলাদেশ।

প্রথমার্ধের ৪২ মিনিটে ম্যাচের মোড় ঘোরানোর মতো এক মুহূর্ত তৈরি করেন মিঠু ও রিফাত কাজী। মিঠুর হেড পোস্টে লেগে ফিরে আসা বলটি জালে পাঠান রিফাত। পুরো দল উদযাপন শুরু করলেও রেফারির বাঁশি বদলে দেয় দৃশ্যপট। গোল বাতিল করেন তিনি—অভিযোগ, মিঠু নাকি ফাউল করেছিলেন। অথচ ভিডিওতে কিংবা সরাসরি চোখে তেমন কোনো স্পষ্ট ফাউলের চিহ্নই ছিল না।

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে খেলার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৬০ মিনিটে বদলি হিসেবে নামা জয় আহমেদ প্রতিপক্ষের রক্ষণ চেপে ধরে জটলার মধ্যে দুর্দান্ত এক শটে ম্যাচে সমতা ফেরান। ভারতের এটাই ছিল গোটা টুর্নামেন্টে হজম করা প্রথম গোল।

এরপর দুই দলই আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আসেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে বাংলাদেশের শুরু ছিল চমৎকার। ভারতের দ্বিতীয় শুটার রোহেন সিংয়ের শট রুখে দেন বাংলাদেশি গোলরক্ষক ইসমাইল হোসেন। তখনই আশার আলো জ্বলে ওঠে। কিন্তু শেষ দুটি শটে ব্যর্থ হন সালাহ উদ্দিন ও অধিনায়ক নাজমুল হুদা। ভারতের খেলোয়াড়রা উল্লাসে মাতেন, আর বাংলাদেশি যুবারা চোখের জলে ভিজিয়ে দেন মাঠের ঘাস।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ এ ম্যাচে রেফারিং নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ!

ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন দর্শক ও বিশেষজ্ঞরা। বাতিল হওয়া গোল, অতিরিক্ত সময় টেনে নেওয়া এবং ভারতের পক্ষে কিছু সন্দেহজনক সিদ্ধান্ত—সব মিলিয়ে মঞ্চে ‘ন্যায্যতা’র স্থলে রয়ে গেছে হতাশা। সেন্টারব্যাক মিঠু চৌধুরীকেও বিরক্ত প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। পাশাপাশি বাংলাদেশী সমর্থকরা তো বলেই দিয়েছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা টাইগার যুবাদের স্পষ্ট গোল বঞ্চিত করে ভারতকে শিরোপা উপহার দিয়েছে রেফারি! আর ক্রিকেট কিংবা ফুটবল, টাইগারদের বিপক্ষে ম্যাচ রেফারি খেলবেন না’ তা কী করে হয়?

টুর্নামেন্টে মালদ্বীপের সঙ্গে ড্র দিয়ে শুরু করে ভুটান ও নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। পুরো অভিযানে মোরশেদ, জয়, রিফাত, ইসমাইলরা দেখিয়েছেন অসাধারণ টেকনিক, মনোবল ও একাগ্রতা।

২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও ট্রফি ছোঁয়ার খুব কাছাকাছি গিয়েও তা অধরা রয়ে গেল।

হ্যাঁ, ট্রফি গেছে ভারতের ঘরে। কিন্তু যেভাবে লড়েছে টাইগার যুবারা—তা শুধু এই একটি ম্যাচ নয়, গোটা উপমহাদেশের ফুটবল ইতিহাসেই থেকে যাবে অনুপ্রেরণার গল্প হয়ে। আজকের কান্না হোক আগামীর বিজয়ের প্রতিশ্রুতি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত