আওয়ার টাইমস নিউজ।
দীর্ঘদিন ধরে ইউক্রেনের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে চলমান থাকা রাশিয়ার সামনের নতুন বিপদ, দেশটির বিদ্রোহী সেনা দল ওয়াগনার গ্রুপ।
রাশিয়ান এই সশস্ত্র বিদ্রোহী সেনা গ্রুপটি বর্তমান রুশ সরকারি নেতৃত্বকে ‘ক্ষমতাচ্যুত’ করার হুমকি দিয়েছেন। দেশটির বেসরকারি সামরিক কোম্পানি পিএমসি ইয়েভগেনি প্রিগোজিন এই হুমকি দেন। তিনি তার টেলিগ্রামে দেওয়া একটি পোষ্টে বলেছেন, আমাদের ২৫ হাজার সদস্য মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি তাদের একটি সংবাদ প্রতিবেদনে এমন খবর জানিয়েছেন।