আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈরে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল ডাকাত ছাদের দরজার তালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার নামাশুলাই গ্রামে। জানা যায়, বিদেশফেরত নজরুল ইসলাম নামের এক প্রবাসীর বাড়িতে রাত আনুমানিক দেড়টার দিকে ১০-১২ জনের একটি দল হঠাৎ হানা দেয়। তারা দেশীয় অস্ত্রসহ সজ্জিত ছিল। প্রথমে ছাদের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে, এরপর বাড়ির লোকজনকে হাত-মুখ বেঁধে একাধিক কক্ষে অভিযান চালায়।
এই সময় আলমারি ও ড্রয়ার ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকার মতো নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোন তারা লুট করে নেয়। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসলেও ডাকাতরা দ্রুত পিকআপ ভ্যানে চড়ে পালিয়ে যায়।
ডাকাতির পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ভুক্তভোগীদের অভিযোগ, সান্ত্বনা দেওয়ার পরিবর্তে বাড়িতে সিসিটিভি না থাকায় দায়ী করে পুলিশ সদস্যরা পরিবারকে অপ্রীতিকর ভাষায় কথা বলে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার।