আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন। ২১ মে বুধবার গাজা শহর, নুসাইরাত ও মাগাজি ক্যাম্পে চালানো এই বিমান ও ট্যাংক হামলায় হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ।
ইসরায়েল দাবি করছে, তারা ৯৩টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, তবে বাস্তবে মাত্র ৫টি ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে জানায় মানবিক সংস্থাগুলো। এই ব্যর্থতাকে সহায়তা সরবরাহে 'গভীর কাঠামোগত অচলাবস্থা' হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক সংগঠনগুলো।
‘ডক্টরস উইদাউট বর্ডার্স’-এর একজন কর্মকর্তা বলেন, "সীমিত সংখ্যক ত্রাণ প্রবেশে এমন বার্তা যাচ্ছে যেন পরিস্থিতি স্বাভাবিক, অথচ বাস্তবতা আরও ভয়াবহ।"
এদিকে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। পোপ ফ্রান্সিসও গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও শত্রুতা বন্ধের আহ্বান জানান।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, "আমরা আমাদের ভূমি ছেড়ে যাব না। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই পদক্ষেপ নেওয়া উচিত এই নির্মূল যুদ্ধ বন্ধে।"
সর্বশেষ হিসাব অনুযায়ী, চলমান অভিযানে গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে প্রায় ৫৩,৫০০ এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ।
সূত্র: আল জাজিরা