আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদলের দিকে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালিয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, কনসাল ও কূটনীতিকরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্যোগে মানবিক পরিস্থিতি পরিদর্শনে সেখানে যান।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, প্রতিনিধিদলটি পূর্ব-অনুমোদিত পথ থেকে সরে গিয়ে একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করায় সতর্কতামূলক গুলি চালানো হয়।幸তাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে দায়ীদের জবাবদিহি জরুরি। ফ্রান্স ও ইতালি ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে এই ঘটনায় ব্যাখ্যা চেয়েছে।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং মানবিক সহায়তা অবরোধ দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
তবে পশ্চিম তীর ও গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকায় বেসামরিক মানুষের দুর্দশা বাড়ছে।
তথ্যসূত্র:
The Wall Street Journal