আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে রোববার (২৫ জুন) রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় চলতি বছরের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
একটি আন্তর্জাতিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এমন তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছেন।